একে একে সাতাশ দিন কাটিয়েছ তুমি ঘুমে,
দেখিনি তুমাকে মসজিদের পাশে,
অন্য মাস তো বাদ-ই দিলাম,
রমজানে আত্বশুদ্ধির-ও দিনে।
সারাদিন সাজছ হিন্দু, ইফতারেতে পার্টি,
সবার আগে বসা তুমি টুপি মাথায় দুলা সাজি।
আজ তুমি কদর খোজ সাতাশের রাতে,
কদর কি তুমার বাপের দেওয়া? ওমনি পেয়ে যাবে?
সারা রাত জাগ্রত থাক লোক দেখানো আড্ডায়
ফজর হলে, নামাজ ছেড়ে নাকডেকে গুমাও!
সত্যি আমি অভাক হয়,
একুশ,তেইশ পঁচিশের রাতে,
সারা রাত নেশা কর ঐ শয়তানের সাথে,
ঊনত্রিশে তো কথায় নেই, চাঁদাবাজির তালে।
নির্জিব জায়গাতে দাড়িয়ে থাক,
ফেলবে বলে কোন অসহায় কে ফাঁদে।
ঈদের পরে খোজ রাখ না
মসজিদ কোন দিকে!!
মনে রাখ তুমি,
ঈমান যদি কর খাঁটি,
অল্প আমলে
হবে তুমি বেহেস্ত বাসী।