.
.
.
.
.
.
.
.
.
.
.
.তিমির নিশি-তে যখন তোমার কথা মনে পড়ে,
চোখের কোনে এক বিন্দু অশ্রু টলমল করতে থাকে।

এ হৃদয়ে ঝড় বয়ে যায়,কিছুতেই মানতে চইনা,
হারিয়ে গেছ তুমি দূরে বহুদূরে।
হয়তো কখনো বা আসবেনা এই ব্যথিত হৃদয়ে।

যখনি তোমার দেওয়া প্রতি মিনিটের চিঠির  প্রতিটা শব্দ পড়ি,
তখনি এ আঁখি দুটো আষাঢ়ের বৃষ্টি ঝড়ায়।

প্রতি রাতে যখন হারানো স্মৃতি গুলো মনে পড়ে,
বালিশের এপাশ-ওপাশ করে নিশি কেটে যায়,
শুধু বালিশটা যেন অপ্রত্যশিত বৃষ্টিতে ভিজছে।

আর যখন পড়ন্ত বিকালে নদীর পাড়ে একাকীত্ব বসি,
মনে হয় তুমি পিছন থেকে ভালবাসার হাতে চোখ দুটা ঝাপসে ধরেছ।

থমকে উঠি আর মনকে প্রশ্ন করি,
তুমি না গেলেই বা কি হত?

রিক্ত ছিলাম আমি।
হয়তো বা দিতে পারতামনা সম্পদ,
কিন্তু ভালবাসা সম্পত্তি রুপে লিখে দিতাম।

তবুও আবেগে পাঠাচ্ছি চিঠি ঐ শূন্যে,
অধীর অপেক্ষায় থাকি উত্তরের,
যদি আবার ফিরে আস;
আবারো সেই লোকোচুড়ি খেলায় ।