তুমি তো সেই মা,
যার জন্যে জীবন দিয়েছে
লক্ষাদিক তরুন তরুনী।
তুমি তো সেই মা,
যার জন্য ইজ্জত দিয়েছে, সহস্র নারী।
তুমি তো সেই মা,
যাকে পবিত্র করতে
বয়ে দিয়েছে রক্তের বন্যা।
তুমি তো সেই মা,
যার জন্য অস্ত্র ধরেছে গ্রামের সেই পাগল ছেলেটি ।
তুমি তো সেই মা,
যার জন্য সাজতে হয়েছে মুসলিম,
গ্রামের সেই ব্রাহ্মণটি।
তুমি তো সেই মা,
যার জন্য জীবন দিতে হয়েছে,
গোধুলি লগ্নের সেই শিশুটি।
তোমার জন্য আর কি চাই?
দিতে আমরা রাজি।
যত চাও তত নাও সবই জীবন- তোমার জন্য বাজি।,
তুবও চাই রাজাকার মুক্ত তোমার মাটি।
মা আমরা আজ প্রতিজ্ঞাবদ্ধ,
তোমাই বানাব স্বর্গ,
প্রতি অন্যায়-অবিচার দূর করে,
তোমাই করব ধন্য।