থামিয়ে দিতে চায় কর্ম চঞ্চলতা,
ধুসরিত করে দেয় সবুজ লতা-পাতা:
ঘ্রাণে মুগ্ন করে দেয় খেজুরের গুর;
তবুও মন ছুটে যায়না সে লোভনীয় স্বাদে ভরপুরে।
পল্লী জননী করে দেয় ডাকা ডাকি;
উঠবি নাকি? আয় খাবি!
এই তো উঠছি যাওনা তুমি,
প্রতিদিন শুদু বারাবারি ।
কিন্তু না, এখন আর চোখে পরেনা;
সকালের সে সিগ্নতা।
পরেনা সে হাঁড় কাঁপানো শীত!
প্রভাত হয়না জননীর ডাকে,
হয় শুদু কোলাহলে।
প্রভাত হয় কিছু অপরিচিত বন্ধুর কর্কশ আওয়াজে।
কখনো ঝগড়াই,কখনো বা মধুর আড্ডায়!
মেতে উঠে একটি কামরায়।
তখনি মনে হয় পরিবার হীন এক এক টা
ব্যাক্তি,সকলেই একটা পরিবার।
এইতো এইতো ব্যচলর ম্যাচ,
ক্ষনস্থায়ী একটি পরিবার ।