হটাৎ অনুভুত হয় মনের শূণ্যতা,এই শুণ্যতা যাবে কি?
যাবে কি ভুলা কিছু মুহুত্বর লুকানো ভালবাসা?
বুঝতে কি পারবে,? পারবে লোকচুরি সেই খেলা ?
অতীত হবে কি? প্রতি মুহুত্বের দোলা দেওয়া সেই ঈঙ্গিত?
মুছেফেলা যাবে কি কত শত লিখা?
হয় তো বা যাবে মুছা ডিবাইসে,
কিন্ত হৃদয়ে প্রতি স্পন্দনে তা লিখা হয়ে আছে অদৃশ্ব অক্ষরে।
প্রতি মুহুত্বে প্রতিটা অক্ষর উচ্ছাসিত কণ্ঠে আওয়াজ করে,
পারবেনা ভুলতে বিন্দু বিন্দু সেই সময়কে।
জয় তো হবেই হবেই তার হৃদয়ক বিবেকে.........
(বাস্তবতা থেকে)