প্রভাতে পান্তা ইলিশ,সাঝে সাজের ছোঁয়া।
পল্লী ললনা, বেণীতে ফুল, ললাটে টিপ,
হস্তে আলতা,চরনে নুপুর,
বৈশাখের সাজনে আনন্দে ভরপুর।
চলছে তারা, হিজল পাড়ে, বসছে যে মেলা!
আছে সেথাই চুলের বেনি,সাথে তার খোপা।
আরো আছে মাটির পুতুল সাতে তার গয়না,
নিবে তারা একে একে মানবেনা বাইনা।
বাজলো আরো ঢোল আর ঢাক,
প্রকৃতির খেলায় গাঁ-এর দোলায়,
ঘুরে এলো পহেলা বৈশাখ।