অনন্ত কাল আমি ছেয়ে থাকি,
আবার ফিরে আসবে নাকি,
বাংলার সেই সূর্য সন্তান?
আমি দিতে চায় আমার এ প্রান,
বাংলার স্বাধীনতা রখব চির অম্লান।
তোরাই অনুপেরনা তোরাই করেগেলি দান
বাংলার স্বাধীনতা,মোদের সম্মনা ।
তোরাই তো গর্ব বরা,গর্বিত মায়ের সন্তান।
তোদের সম্মানে হাজারো সালাম।
যত দিন থাকবে পদ্মা মেঘনা বহমান ,
ততদিন রবে কীর্তি তোমাদের হে সূর্য সন্তান।