হে মানুষ, স্মৃতির পটে রেখো না আমায়,
বিস্মৃতির ছায়ায় বিলীন হোক পরিচয়।
রুগ্ন দেহ, ক্লান্ত প্রাণ, এ জীবন নাহি চায়,
বহ্নির আঁধারে মিশে যাক জীবনের রং - যাহি পায়।

জন্মেছি শুধু মৃত্যুর প্রান্তে পৌঁছাতে,
আলিঙ্গনে তার, মুক্তি খুঁজে পাই।
জীবন এক প্রহসন, মিথ্যার উৎসবে ভরা,
মরণই সত্য, সেথায় শান্তি ধরা।

শরীরের ক্লান্তি, আত্মার বিষাদে,
মৃত্যুই প্রাপ্তি, জীবন এক ভ্রান্তি।
হে অনন্ত মহাযাত্রা, আমায় করো আহ্বান,
নির্মম পৃথিবীর স্মৃতি হতে চিরবিদায় দান।

হে পৃথিবী, ভুলে যাও ক্ষুদ্র নাম,
আমার কোনো চিহ্ন না থাকুক কোথাও।
অস্তিত্ব হারাক, হোক চির অবসান,
শূন্যতায় বিলীন হোক জীবনের শেষ গান।