নিশি-দিন যারে মনে মেগেছো-
তাহারেই পেলে নিজের করে;
শুনেছি, সংসার চলছে বেশ।
সন্তানরা সব আছে ভালোই,
নক্ষত্রের নাকি বেজায় তেজ!

"এসব বলোনা বন্ধু, এখন-
জীবনে আমার সবই শেষ!
উঠতে বসতে খিটখিটানি,
শান্তির মায়ের ব্যামু ধরেছে;
শুনে বিষন্ন হবে, প্রেম স্পর্শে-
টানা পড়েছে। তাই তো বলছি-
কপালে চিন্তার ভাঁজ পড়েছে!"

কি বলছো তুমি, এসব কেনো?
ভালবেসে না অবাক করতো!
তোমার কাছে না আলোকাধার?
তোমার কাছে না সে সঞ্জীবনি!
তাহাকেই না জীবন বলেছো?

"আলোকাধার না ছাঁই, বিয়ের-
আগে প্রেম যেনো উৎলাইতো;
এখন আমাকে নয়, তাহার-
চাই টাকা! কি মোহ তার অর্থে,
আমিই যেনো অর্থের মেশিন-
চাপলেই বেরোবে অফুরন্ত
টাকা। অফুরন্ত ঘাম ঝরছে,
কপালে চিন্তার ভাঁজ পড়েছে!"

নিজেকে শান্ত করো, ধৈর্য ধরো;
সব কিছুই ঠিক হয়ে যাবে।
আজকে আধার রয়েছে তাই-
কি ভেঙে পড়া যাবে? রধ করো-
চিন্তা যত আছে হৃদয় কোণে,
রহম আসবে মাহিন্দ্র ক্ষণে।

"দেখি কি করা যায় এর পাছে,
কপালে চিন্তার ভাঁজ পড়েছে!"

রচনা কাল: ০৫ জুন ২০২৩ইং