রক্তের হলি খেলায় মেতেছো তুমি,
যেভাবে মরিয়া হয়েছো! শেষ কবে?
আমার ভাইয়ের রক্তে হাটছো তুমি!
তবে; আর চুপ করে না থেকে বলো-
কত রক্তে তোমার পিপাসা মিটবে?
রাজপথে আমার ভাইয়ের বুকে-
গুলি চালিয়ে পৈশাচিকতায় তুমি-
হাসছো? আমার মা'রা কাঁদছে শোকে!
কত মা আর বুক খালি করলে- এ
পৈশাচিকতা তোমার থামতে পারে?
একবার মা হয়ে ভাবো; তবে তুমি-
মাতৃত্বের কি মর্ম হয়তো বুঝবে!
কত রক্তে তোমার পিপাসা মিটবে?
রচনা কাল: ২০ জুলাই ২০২৩ ইং