কত দিন গত হলো দেখা মেলে নাই!
কত বেলা বয়ে গেলো কথা নাই!
তুমি কি তবে ভুলে গেলা আমারে?
তোমার স্বরটা এখন কেন বাজেনা?
অদ্যকায় তোমার শূন্যতা পীড়া দেয়।
হৃদয়ে জাগায় ভিন্ন রকমের প্রশ্ন-
তবে কি কবিতা আমার প্রতি বিষন্ন!
আকাশ পানে চেয়ে হাত দুখানা তোলে-
তোমার কল্যাণ চাই বিধাতার কাছে!
সৃষ্টিকুলে তুমি যেন থাকো সুরক্ষিত!
তোমাকে আমার জন্য বাঁচিয়ে রাখুন-
বিধাতা; দিয়ে শত-সহস্র কোটি প্রাপ্তি।
বদলে আমারে রাখিলেও নিদারুণ-
কষ্ট মাঝে! তবুও ঐ সুর যেন মনে-
অমৃত পান সম আনন্দ বয়ে আনে!