চাঁদকে যেন গ্রাস করেছে ক্ষুদ্র ছাড়পোকা,
আকাশটাকে জমিয়ে দিয়েছে উষ্ণ তরুর হাওয়া!
প্রকৃতিটা স্তব্ধ বনেছে, নিরবেই চলছে হাওয়াই চাকা;
নদীরাও আজ রুদ্ধ করেছে আপন গতিতে বওয়া।

সুজনেরা সব ছেড়েই দিচ্ছে ন্যায্য কথা বলা,
বিদ্যানেরা ভুলেই গেছে নিজ কলমে লেখা।
দুর্জনেরা চেপেই ধরছে সভ্য জনদের গলা!
মুর্খের রাজত্যেই মিলে, অজ্ঞজনদের দেখা।

দুর্জন-সুজনের পার্থক্যে তোমার রয়েছে গড়ল  ভাব;
বিদ্যান-মুর্খের তফাতেও তুমি এখনো রয়েছো কাঁচা।
তোমার কল্যাণ কামীকে তুচ্ছ বলিবে, এটাই মানব স্বভাব;
বন্দি রহিবে তুমি, অকৃজ্ঞ মানবের সৃজিত মোহ খাঁচায়।

এখনও ঢের রয়েছে সিদ্ধান্ত নেওয়ার বাকি,
মোহনে সৃজিত বন্দি খাঁচাকে জানাইতে বিদায়;
সন্ধি করিতে মঙ্গলের সাথে ঘুরাও ভাগ্য চাকি।
নয়নে-নয়ন মিলিয়ে আনন্দ লভো যোগল পদোতে চলায়!

রচনা কাল: ২১ মে ২০২৩ ইং