আকাশে কি এতোই মেঘ জমেছে?
ঘন বর্ষণেও তার পরিসমাপ্তি হলো না!
মায়াবীর প্রেম বিচ্ছেদে ঘোমটা এঁটেছে,
তুমি একবারও তা সরাতে চেষ্টা করলে না!
আমার দুঃখ কোথায় তুমি জানো?
কষ্ট পেয়েছো, আমায় একবার বুঝিয়ে বলো!
আমি কি এতই পাষণ্ড বুঝবো না কখনো?
অভিমান না করে চরিত্র নিয়ে এ কি হলো!
তোমারে হৃদয়ে রেখেছি বলে, অভিযোগ করিনি কোনো;
তুমিই আমার স্বর্গ-নরক, সবগুলো দ্বার খোলো!
আকাশের ঐ অগ্নি তরীতে প্রবাসে এখনো-
দিবা-রাত্রী নির্ঘুম চলনে; কোথায় পৌঁছেছি বলো!
তুমি আমায় যত কিছু বলো- কিন্তু চরিত্রের প্রশ্ন;
কখনোই তুলোনা! দোষ যদি থাকে আমার তো বলো;
তোমাকে উন্মুক্ত করে দিলাম মায়াবী,
পারলে আমার অভিমান ভাঙিয়ো না।
রচনা কাল: ০২ ও ০৩ আগস্ট ২০২৩ ইং