জগৎ জুড়ে তোমার কাঙাল,
তুমি ধন কুবেরের পূজনীয়;
তোমার অঙ্গে কেবল তারই-
পূজার ফুলের সুবাস প্রবাহিত।
তোমার কেশ নেই, তবুও
তা সুবাস ছড়ায়- লক্ষ্মীপূজারীর ক্যাশে;
তোমার শরীর নেই, তা সত্ত্বেও-
তোমার ঘ্রাণ কে না ভালবাসে!
হতাশ হই তবু- মুচড়ে যাইনা কভু,
জগতেই তুমি রূপহীন রাণী-
অপারে নও তুমি কিছু।
তুমি মোহ, সর্বনাশী;
এ ধরা তোমার পূজায়-
তুমি তারে বানায়েছো দাসী।