এই চন্দ্রিমা রাত, মধুর হতো যদি-
পাশে থাকতে তুমি! মধুমাখা হয়তো-
সময়, প্রভাত যদি না হয় জলদি।
হস্তযোগল মিলিয়ে গল্পেই কাটতো-
আনন্দে, সাঁঝ বেলা হতে সূর্যোদয়ব্দি।
ভয় হয়! তা হারায় যদি- আদোপান্ত;
ঊষার আলোকে চন্দ্রিমা আনন্দ বন্ধি,
পক্ষীকুলে মধুর ছন্দে চলা ক্ষান্ত।
সামান্য আরও দীর্ঘ হতো যদি চন্দ্র!
বায়ু তুমি বলিও সুরুজের কর্ণতে,
আরও বিলম্ব করে সাক্ষাতে আসতে।
ক্ষণিকের চন্দ্রকথনে অতৃপ্ত মন-
করিতে আলাপন আরও দীর্ঘক্ষণ
মনের বাসনা এখনো পূর্ণ হলোনা!