তোমার ভাবনার জগতে
আমারে আনিতে এখনো -
কত সময় চাই?

যুগের পর যুগ-
পেরিয়ে চলছে, তবুও-
সময়ের অন্ত নাই!

অথচ, তোমাকে ঘিরে
শত-সহস্র স্বপ্ন-
বুনেছি আমি নিশিদিনে,
ভ্রান্তির ছলে আজো-
মনে অনুভূত হয়
এলে বুঝি ফিরে!

অবাক নয়নে আকাশপানে-
তাকিয়ে ফুরালো বেলা;
সময়ান্তে একলা চলা-
কষ্টকর বটে, তবুও-
নিরানন্দে, কাকনের ছন্দে
আনন্দ কুড়াবার পালা!

বৈশাখী গোধূলী পথ,
অফুরান কালের রথ-
বয়ে চলে নিরবে।

তোমার ভাবনা, সময়ের
চালনা, নিঃশেষিবে তোমার
বাড়ি ফেরার কলরবে।