তোমার সংসার, তুমিই স্বামী-
যাচনায় নতশির আমি,
পূর্ণ করা তোমার মহাকর্ম-
যত ছুড়ো ব্যাথার তীক্ষ্ণ তীর
ধৈর্য্য ধারণই কেবল ধর্ম!
নিশি দিন তব আমৃত্যু স্থির,
করিব তোমার চরণ চুমি!
মহামহিম চির প্রজ্ঞাবান-
কুদরতে তুমি চির অম্লান,
ছোট্ট আর্জি জানাই- "তুমি দাও-
দ্বীনি জ্ঞান পূর্ণ নেক সন্তান!"