তুমি বিলের জলে রাজ হাঁসের ভেসে চলা সৌন্দর্য,
জলে সূর্যের কিরণে যখন কবির মন চিন্তামগ্ন-
তখন তুমি কবির মনে সমস্ত ধরার ধৈর্য।

বর্ষার বানে পলি টেনে এনে,
অকৃষি জমিতে ফলিয়েছে কৃষি-
কত মনিবর কাটায়েছে সময় চেয়ে তোমার পানে,
কত জনে আজ তোমারই লাগি বনেছে মস্ত ঋষি!

তুমি চঞ্চল, তবে অবিচল!
মনেতে তোমার শত বেদনাতে-
তুমি ভাঙ্গোনি, তোমাতে ধরেনি ফাটল,
দিনের বেলায় হেসেছো, তবে কেঁদেছো তুমি রাতে!

তুমি বিলিয়েছো কত ভালবাসা-
দিয়েছো বুক উজাড় করি,
তোমার দেহেতে বাঁধিয়াছি বাসা-
তোমার কোলেতেই যেনো মরি!

হে বিধাতা, স্রষ্টা আমার, তোমাকেই সবে স্মরি!
মরণ আসিলে, করাইয়ো স্মরণ-
যেনো শ্রেষ্ঠ কলিমা পড়িতে পারি!