আকাশের বিশালতা যেন হার মেনে যায়-
তোমার বিশ্বাসে আঁকা বৃত্তের কোণে!
সকল সজীবতা তার রং হারায়-
তোমার কমলা কোষাকৃতি ঠোঁটে যবে বনে।
পূর্ণিমা সর্বদায় মিশে এক হয়ে রয়-
চন্দ্র মাখা তোমার রূপের দীপ্ত গুণে।
আকাশ এখনো বিশাল নয়,
যত বিশাল তোমার মন!
ভূমিতে জন্মা সব তরু-বৃক্ষ তত সজীব নয়-
যত স্বজীব তোমার মমতাপুষ্ট বক্ষ সুপ্রসন্ন!
তিমিরের কি এত আঁধার আছে?
তোমার উজ্জ্বল্যতা করে ক্ষীণ!
বসুন্ধরার কি এত ঐশ্বর্য আছে?
তোমার মমতা করিতে বিলিন!
বিশ্ব জগতে যত আছে বিধাতার সৃষ্ট,
এই ধরাধামে তোমার উপমা তুমি;
সকলে এখনো মুহিত চিত্তে আকৃষ্ট,
তোমার লাউ ডগা হাতে করিতে চুমি।
রচনা কাল: ২০ মার্চ ২০২৫ ইং