আমারে তোমার মনের গহীনে নাই বা রাখলে,
রেখেছোতো কোনো এক স্থানে!
তাহাতেই আমার শান্তি মিলিতেছে,
জেনে নিক তা আজ বিশ্ব জনে।

তোমারে দেখিনা এইতো কয়দিনই বা হলো!
তবুও কেনো জানি মনে হচ্ছে বহু যুগ পেরিয়ে গেলো!
তোমার ভাবনায় আমার স্থান কভু নাহিও যদি মেলে,
স্ব-যতনে তবু বুকে টেনে নেবো-
পদ্ম কাটা সম সব আঘাত ভুলে।

কমল তুলিতে যেমন আঘাত লাগে গায়ে,
তোমারে লভিতেও কন্টক সহস্র নিতে রাজি তবু সয়ে।
শিশির কণাগুলো যেমন ভেজায় দুর্বা ঘাস,
আমার মাঝেতেও তোমার তৎ সম বাস।

একি বলছি সব!
তুমিতো শিশির সম নও মোর ভুবনে-
তোমাকে পেয়েইছি পূবালি পবনে।
পবন যেখানে শূণ্য, ভুবন সেখানে নিষ্পন্ন।
আমার জগতে তুমি প্রাণ বায়ুর ন্যায়,
তোমাকে কখনো করবোনা ব্যয়।