আকাশের তারারা উঁকি দিয়ে বলে যায়,
"নিশিতের নিঃসঙ্গতা কাটাতেই আছি আমরা।"
একলা জ্যোৎস্না নিরবে ডাকিয়া কর্ণে কহিল,
"আমার সঙ্গী হয়ে, পথের আনন্দ খোঁজো।
নিশিতের নিলাকাশে জ্যোৎস্নার মায়ায়-
একিলা চলো প্রকৃতির প্রেমে সিক্ত ছায়ায়।"
হঠাৎ পক্ষীর আওয়াজে ত্রস্ত কণ্ঠে বাজিল,
"কিগো! কি ভাবতেছো? কিছু বলো!"
ভারি স্বর বেড়োনোর চেষ্টায় ব্যর্থ হইলো-
আনমনে কি যেন ভাসিলো বাতাসে;
তা শোনেই নিশ্চিন্ত মনে এগুতে লাগিল-
প্রভাত ফেরিতে তরী পেরুবে ভেবে,
গতি কেবল ক্ষণেক্ষণে বাড়িতেই রহিল।
শিকড়ের টানে, রোদ-ঝড়ের বেখেয়ালে-
কেবলই বাঁধা পড়িবে আপন মায়ায়।
রচনা কাল: ১২ জুন ২০২৪ ইং