ঘনকালো মেঘগুলো জমেছে আকাশে,
যেন মনে হচ্ছে শত রাগ বেঁধেছে বাসা-
মনের এক কোণে। হাসলেই ঝরে পূর্ণিমা!
যেন কয়লার খনিতে একটুকরো নীলিমা।
দুরাশার প্রান্তে; একটু আশার আভাসে,
মায়াবিনী চোখ দুটোতে পদ্মের মিষ্টি হাসা।
তোমার নীড়ে, তুমি নিজেই নিজের উপমা;
পদ্মদলে শত কোমলের মাঝে তুমিই নীলিমা!
আষাঢ়ে-শ্রাবণে নতুন রূপে তুমি যৌবনা,
নীলিমা; মেঘগুলো সরে থাকুক- দূর বহুদূর,
যেন তার আগ্রাশন না ছুতে পারে তোমারে-
কভু! ঘনকালো মেঘের আড়ালে তোমার রূপ-
কভু যেন আড়াল নাহি হয়; শত ফরিয়াদ তাই-
বিধাতার কাছে আর্জিরূপ তুলেছি; নীলিমা।
রচনা: ১৪ আগস্ট ২০২৩ ইং