আকাশ পানে তাকিয়ে, কবির মনে
সহস্র-কোটি প্রশ্ন জাগে!
দিনের শেষে গোধূলি লগ্নে কার-
গৃহে প্রদীপ হয়ে জ্বলবে তুমি?
সন্ধ্যায় আলো সংকটে তোমাকে-
কোথায় খুঁজলে দেখা হবে বলো?
বৈশাখের রাতে তুমি কার গৃহে-
ব্যস্ত থাকিবে ঠোঁটে করিতে চুমি?
কনকনে শীতের কুয়াশা প্রতিরোধী হয়ে-
পৌষে; আদরে উষ্ণতা দেবে কাকে?
নবান্নের ব্যস্তময় দিনের ক্লান্তি দূরিতে-
কার্তিকে; কে মুখে নেবে পিঠা পুলি?
দুশ্চিন্তা সব ঝেড়ে ফেলে এবার,
সাহস করেই বলো তবে দেখি;
জন মনে যেন নাহি কভু জাগে-
কোন গৃহের প্রদীপ তুমি সখী?