বুক পেতে দিতেই এসেছি, তবুও অন্যায় করবো নাশ,
আমার মত লাখো ভাইকে বানালেও তোমরা লাশ-
আমরা দমে যাবো না! হটাতে এসেছি-
সকল বৈষম্য আর অবিচার!
আমি অদম্য শক্তি, ঊনসত্তর আমার আহ্বায়ক,
আমি ভীরু নয়, অদম্য শক্তির বাহক!
পশ্চিমারা তৎশাসনে যে নীতির করেছিলো লালন-
তেপান্ন বৈশাখ ধরে তোমরা তাই করছো পালন!
তোমাদের হাতে আমার আবেগময় দেশ কেন থাকবে বন্দি?
তোমরাই সব; মা আর বাপ এমনকি কখনো হয়েছিল সন্ধি!
তোমার বাবাদের নয়; আমার সোনার দেশ,
ত্রিশ লক্ষ শহীদের রক্তে অর্জিত, নয় কারো আদেশ।
একাত্তর আমার প্রেরণা দায়ক,
আমি ভীরু নয়, অদম্য শক্তির বাহক!
রচনাকাল: ০৩.০৮.২০২৪