গ্রীষ্মের তাপদাহে বসন্ত মৃত প্রায়;
বর্ষার বারি বর্ষণে কিছুটা ফিরে পায়-
প্রকৃতি তার শ্যামলতা।
শরৎ যখন কাশবনে, হেমন্তের আবাস বুনে-
শীতের তীব্রতায় বৃদ্ধ-শিশু কম্বলের তলানিতে
নিজেদের লোকাতে দর্শায় ব্যস্ততা।

ষড় ঋতুর বর্ষতে, একুশ হাজার নয়শ দণ্ডে;
সপ্তাহ, মাসে নয় প্রতি ক্ষণে তোমার দূরত্ব-
কষাঘাতে আমার হৃদয়কে ভাঙ্গে সহস্রাধিক খণ্ডে।
সামান্যের জন্যেও তোমার ঘনিষ্ঠতা পূরত্ব,
ট্রিলিয়নাধিক স্বপ্ন বুনে হতভাগার মৌন ভাণ্ডে।

তুমিতো কখনো এমন ছিলে না, মল্লিকা!
এখন কেন এমন হলে?
যে মোহে তুমি শুভাকাঙ্ক্ষীরে ভুলে রয়েছো পল্লীকায়,
সেই মোহ ইত্যক্ষণে ছেড়েছে তোমারে সব ভুলে।
তুমি আসোনা চন্দ্রের জোসনা তলে,
তোমাকে হেরিবো ঘনিষ্ঠ হৃদয়ের আয়নায়।

রচনা কাল: ২০ মে প্রথম প্রহর, ২০২৩