নিপুন কারুকার্য খচিত; বিধাতার-
সমগ্র সৃষ্টিকুলে, তুমিইতো অনন্যা!
এ জন্মে কেন? শ'জন্মেও স্বাদ আমার-
তোমাকে দেখার থাকবে মনো কামানা।
প্রকৃতি; তুমি রূপবতী, অপরূপা ধরাতলে!
দুরন্ত পথিক- হেরিতে তোমায়; উঠে-
পর্বত চূড়া। দর্শন শ্রম সব ভুলে-
দর্শিত রূপের প্রশংসা তোলে ঠোঁটে।
তৃষ্ণার্ত পথিক; ফেলে যত সব কার্য,
তৃষ্ণা নিবারণ ছলে- তোমারে দর্শিতে-
নানা কৌশলে, ভয়াতুর বন্ধুর পথে-
জিনিয়া ভয়, কেবলই পায় আর্শিতে-
শূন্য মাধ্যম। খুজিয়া পেলো নেপথ্যে;
সৃষ্টিকুলে- প্রকৃতিই অতুল্য আশ্চর্য।