প্রেম, কাম না ভালবাসা
আমি জানিনা।
শুধু জানি আমার ভালো লাগে।
ভালো লাগে তোমায় ভাবতে, তোমায় জানতে।
তোমায় দেখতে ভালো লাগে
তোমার কথা শুনতে ভালো লাগে,
ভালো লাগে তোমার পাশে থাকতে।

আমার খুব বেশি চাওয়া নেই,
তোমার মুল্যবান সময়ের সবটুকু
আমাকে দিতে হবেনা।
দিন শেষে যখন সবাই
নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে
তখন শুধু একবার বলো
'তুমি কেমন আছো?'

তোমার পুষ্প পাপড়ির মত ঠোঁটে
কখনো চুম্বন এঁকে দিতে চাইবোনা।
শুধু জলকমলের ন্যায়
আয়তলোচনের দিকে
তাকিয়ে থাকার অবকাশ দিও।

প্রচণ্ড আবেগেও তোমাকে
বাহু বন্ধনে জড়িয়ে ধরতে চাইবোনা;
শুধু কোনো এক বিকেলে পাশাপাশি বশে
ঝিরিঝিরি বাতাসে তোমার এলোমেলো চুলে
হাত বোলাবার সুযোগ দিও।

গভীর রজনীতে ভরা পূর্ণিমায়
আমি তোমাকে খুঁজে পাই,
বহমান ঝর্ণার কলকল ধ্বনিতে
তোমার হাসির শব্দ শুনি,
পড়ন্ত বিকেলে দখিনা বাতাসে
তোমার পরশ অনুভব করি,
সাগর পাড়ে অর্ধ্বনমিত পাথরে
তোমার চাহনীর দেখা পাই।

তোমাকে কেন এতো ভালবাসি?
আমি জানিনা।
অনেকবার প্রশ্ন করেছি নিজেকে
কোনো জবাব পাইনি।
ভাবতে গিয়ে যেটা বুঝেছি,
আমার ভালোবাসা-
সাগরের মত বিশাল,
হিমালয়ের মত মজবুত,
বরফের ন্যায় শুভ্র।

হৃদ মাঝারের এ ভালোবাসা
শুধুই তোমার জন্য,
কাছে গিয়ে তোমায় দেওয়ার সুযোগ দিও।