তুমি প্রশ্ন করেছিলে-
    জীবন নিয়ে কেন ভাবিনি?
        সারাটা আমি জুড়ে ছিলে  
            তাই ভাবনার সময় মিলেনি!

তুমি প্রশ্ন করেছিলে-
   কেন চোখের জলে বুক ভিজে?
       একমুহুর্ত চোখের আড়াল হলে
           অবুজ মনটা নীরবে কেঁদে ফেলে!

তুমি প্রশ্ন করেছিলে-
    জীবনের স্বাদ কবে পেলে?
         যে দিন আঙুলের ছাপ
             লেগেছিলো অন্তরে !

তুমি প্রশ্ন করেছিলে-
    চশমা ছাড়া কত দূরে দেখি নিজেকে
         যতদুুর সুবিস্তৃত ছায়া মিলে
              ঠিক ততদূর ছড়িয়ে দেই নিজেকে!

তুমি প্রশ্ন করেছিলে-
     হৃদয়ের কতটুকু জায়গাজুড়ে রেখেছি তোমাকে?
          আকাশের বিশালতা কি পরিমাপ করা যায়
               প্রশ্ন করে জানো নিজেকে!

তুমি প্রশ্ন করেছিলে-
    এ পথ থেকে ফেরার উপায় বল কি ভাবে
         যাক না সময় এভাবে
              তোমার বিরহে!

শেষ প্রশ্ন ছিল-
     কিভাবে লুকাবে নিজেকে
          কি দেবার আছে তোমার আমাকে
               এমন হাজারো প্রশ্নের উত্তর জানি খুঁজতে  
                   হবে আমাকে!
                       তাই কোন প্রশ্নের উত্তর খুঁজিনি
                            বলি তোমাকে!
                               তুমি জানতে চেয়োনা আমাকে!

                        রচনাকাল
                             ০৯.০৭.২০২২