তোমার সে অভিমান, বোঝা নাকি দায়
সব ভালো নিয়ে গেলে, রাখিলেনা কিছু
ঘুরে ফিরে এসে দেখি, আমি অসহায়
ব্যাথাগুলো আজ তাই, নিয়েছে যে পিছু।
আজ বুঝি কেন দিলে, মালা এ গলায়
আশা নিয়ে বেঁচে আছি, পাবো একটাকিছু
ভালোবাসা মাঝ পথে, জানালো বিদায়
মন তাই ছুটে চলে, অজানার পিছু।
ভালোবাসা কষ্টে কেনা, দাম দিয়ে চেনা
যার জন্য ঘর ছাড়া, সে না যদি বুঝে
বুঝে নিতে হলে তারে, লাগে ঘানি টানা
শুধুমাত্র বিশ্বাসে কী, ঠাঁই হৃদয়মাঝে।
প্রাণে প্রাণে ছোঁয়া লেগে, মুখে কথা ফোটে
ভালোবাসি এ কথাটি, বাঁচে স্মৃতিপটে।
সনেট: সেক্সপিয়ারিয় রীতি
রচনাকাল
০৮.০৯.২১