সে দিন তুমি জানতে চেয়েছিলে
স্বপ্নের দাম কত
আমি বলতে পারিনি
কারন স্বপ্ন কখনও বেচা-কিনি করিনি!
যে দিন প্রথম কাছে এসেছিলে
সে দিনের দিন, তারিখ, সনটা কি ছিলো বলতে বলেছিলে
আমি বলতে পারিনি
কারন হেয়ালী মনটা আমার ওভাবে তা খেয়াল করেনি!
সে দিন কি সাজে, কি রঙীন পোষাকে, কি ছিল চুলের খোপাতে
তুমি জানতে চেয়েছিলে
আমি বলতে পারিনি
সাদামাটা সাজে বেশ মানায় তোমাকে!
সে দিনের আকাশটা কেমন ছিলো, কি রঙের মেঘেরা হাওয়ায় ভাসছিলো
তুমি জানতে চেয়েছিলে
আমি বলতে পারিনি
কারন আকাশ ও মেঘের মিতালি সে স্মৃতির যোগান দেয়নি!
তুমি আরো জানতে চেয়েছিলে কেন এত কবিতা লিখি সময়ের পাতা ভরে
দিনের আঠার ঘণ্টা সময় নষ্ট করে
আমি বলতে পারিনি তোমাকে
কবিতা লিখে লিখে আমি সারাক্ষণ ডুবে থাকি তোমাতে!
তুমি জানতে চেয়েছিলে
কেন এত ভালো লাগে তোমাকে
আমি বলতে পারিনি
তোমার ওষ্ঠ তলদেশের কালো তিল পাগল করেছে আমাকে!
তুমি জানতে চেয়েছিলে
কি মায়ার সন্ধান পেয়েছি আমি
তোমার কাজল কালো দুটি চোখে
আমি সত্যিই অবাক হয়েছিলেম তার উত্তর খুঁজতে গিয়ে ঐ দুটি চোখে চোখ রেখে
নেশা জড়ানো মায়াবি সে চাহনি কভু দেখি নিতো আগে
সে কথা বলতে পারিনি আজও তোমাকে!
তুমি জিজ্ঞেস করেছিলে ভালোবাসি কিনা তোমাকে
আজ যখন বলতে এসেছি ভালোবাসি তোমাকে
তখন দেখছি তুমি অন্যের হাত ধরে হাঁটছ সম্মুখে
এতদিনে বুঝলাম আমি
কেন সে দিন স্বপ্নের দাম কত জানতে চেয়েছিলে!
রচনাকাল
০৫.০৭.২২