সংলাপে আমার শুভ সকাল
আমার ছোট্ট বিকেল
আমার রঙধনু সাজ
আমার ইচ্ছার মিছিল
পায়ে পায়ে তোলে আওয়াজ
রাজপথ সজাগ।
সংলাপে আমার এক ফালি রোদ্দুর
অভিমানী দুপুর
উদাস আকাশ, মেঘেরা সুদূর।
সংলাপে আমার এতটুকু সাধ
তৃণ মূলে হাঁট
কচকচে কচি লতা পাতা
শিশির ভেজা দূর্বা ঘাস।
সংলাপে আমার কুমড়ো লতা
তর তর করে বেড়ে উঠা
সেই শরমকুন্ঠিতা পল্লী বালা।
সংলাপে আমার বাউল মন ঘর ছাড়া
সুরের মায়ায় যতন করা
সংলাপে আমার রাখাল বাজায় বাঁশী
মেঠো সুরে
সুরে সুরে অন্তরের বিষাদ টুকু
ফুটিয়ে তোলে!!
সংলাপে আমার গাঁয়ের বধু
সাজায় নতুন ভোরের স্বপ্ন
বাস্তবতা বড্ড বেয়াড়া
মনের গহীনে জমায় নিজ স্বার্থ।
সংলাপে আমার নদী, নালা, খাল
সীমানার আল
সংলাপে আমার গোলা ভরা ধান
কৃষক কৃষাণীর শ্রমের দান।
সংলাপে আমার প্রজাপতি উড়ে
ঘাস ফড়িং এর দেশে
তাদের বোঝাপড়া চমৎকার
দুরন্ত দস্যিপনার
বুঝি এই বাংলাকে ভালোবেসে!!
সংলাপে আমার শ্রমজীবী মানুষ
সুখে দুখে উড়ায় ফানুস
জীবন চক্রের যাঁতাকলে পড়ে
খুঁজে ফিরে শান্তির দূত।
সংলাপে আমার কল্পনারা
বড্ড ব্যাকুল
জীবন সাজাতে মনের মতন
বসন্তের অপেক্ষায়
অবুজ মনটা যেমন!!
সংলাপে আমার
মন খারাপের দরবার
প্রতিশ্রুতি বরখেলাপের
কেউ কথা রাখেনি
সব যেন-
সাজানো সংলাপের সংসার।
রচনাকাল
09.11.21