সিদ্ধান্ত নিয়েছি
আমি আর আকাশের নীলে
পাঠাবো না চিঠি
তোমাকে আর দেখবো না আড়াল থেকে
এবার কথা বলবো সরাসরি
নয়নে নয়ন রেখে।
মনের বাসনা টুকু জানাবো নিজ মুখে।
কি যন্ত্র নায় পার করি দিন-রাত্রি
কি ব্যথা বুকের ভিতর সিন সিন করে ওঠে
নিত্য জাগি
কেন এত হাহাকার মনে
একটা গল্প বলি শোনো তুমি
তোমাকে যে এত ভালবাসি
এটা নয় ছেলে মানুষী!
যোগ্যতা সীমিত ছিল বলে
এতদিন আড়াল থেকে দেখেছি
নিজেকে যথার্থ যোগ্য করে
আজ তোমার মুখোমুখি হবার সাহস পেয়েছি।
স্বপ্নের ডালপালা গুলোও এখন বেশ শক্ত সামর্থ্য হয়েছে
বুকের ভিতরটায় প্রশান্তির আবেশ ছড়াতে
তাদের তৎপরতা নিশ্চয়ই তোমার নজর কেড়েছে।
তাছাড়া, কথায় কথায় চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়ার মত সব যোগ্য তায় এখন আমিও বেশ সমৃদ্ধ!
তাই বলছি
হে অভিমান হারা মানবী
তোমার কঠিন ব্রত দেখে আমিও হার না মানার সিদ্ধান্ত নিয়েছি!
রচনাকাল
২৮.০৫.২২