শুনিবে কী তুমি ওগো, মনের সে কথা
বহুবার হয়েছিলো, মুখোমুখি দেখা
সাহসে এগিয়ে গেছি, দেখে ভাগ্যরেখা
হৃদয়ে লুকানো আছে, যে গভীর ব্যথা।
কেউ নই কাছাকাছি, তবু কত কথা
চোখে চোখ রেখে যদি, আঁক সীমারেখা
ভালোবাসার সে পথ, হবেনা অদেখা
তোমাকে জানিয়ে রাখি, মালা হলো গাঁথা।
আশা রাখি বুকে বাঁধি, দিবস ও রাতি
কিছুটা হিসেব কষে, মুখোমুখি বসি
মিলনের মোহনায়, একদিন দুজনে
চির সাথী তুমি আমি, লোকে মাতামাতি
পটভূমি সে কথার, হলো ভালোবাসি
তরী এসে নীড়ে ভীড়ে, সেই প্রয়োজনে!
সনেটঃ পেত্রার্কীয়
রচনাকালঃ ০১.০৯.২১