সাধ আছে সাধ্য নাই, জীবনটা যে তাই
কত কিছু থাকে বাকী, চেয়ে কি তা পাই?
মন চায় সব কিছু, কি করি ছাটাই
বিরহীনি থাকে একা, দেহ না বিকাই।

সুখ বলে কেন ডাকো, দেখো আছি পিছু
দুঃখ বলে দেখি শুধু, ও কেমন বিচ্ছু
ভালোবেসে যে যা পায়, ভাবে বড় কিছু
হারি জিতি নাহি লাজ, ছুটে পিছুপিছু।  

এ সমাজে বৈষম্যের, বিভেদ যা রয়
মধ্যবিত্ত নিম্নবিত্ত, করে তা সাশ্রয়।
কষ্ট আর গ্লানি নিয়ে, কেউ কেউ বাঁচে
আনন্দ কি ধরা দেয়, সেই রঙ্গমঞ্চে?
খবর কি রাখে কেউ, কারো ভালোলাগা
চাহিদার চাকা তলে, পিষ্ট সে অভাগা।

রচনাকাল
১৪.০৯.২১