বহু পথ পার হয়ে এসেছিগো আমি
বুঝে নিতে সেই প্রেম যা সঁপেছ তুমি!
আঁকা বাঁকা পথে পথে কতো জনা ছিলো
ছল ছল আঁখি দুটি তোমাকেই পেলো।
তোমারে যে নিতে এলো না করে গোঁড়ামি
তার সেই চাওয়া ওগো ভেবোনা ছেলেমি।
ভালোবাসা বুঝে নাতো রাধা শ্যাম কালো
মনের গহীন ঘরে জ্বালে শুধু আলো।
বুকে যার প্রেম জাগে নেশা ধরে চোখে
নিরাশাকে দূরে ঠেলে চলে সে সম্মুখে।
রকমারি রঙে সাজে জীবনের গীতি
ভোরের প্রথম আলো জাগে যথারীতি।
ভালোবেসে আমি সুখী কাছে এলে বলে
এ হৃদয় পরিপূর্ণ তরী ভিড়ে কূলে।
রচনাকাল
২৩.১১.২১