মেঘেরা ভাবনা নিয়ে, উড়ে উড়ে যায়
মন বলে তারে নিয়ে, কবিতা সাজাই
হাজারটা কথার মালা, কলমে আঁকাই
আকাশ দাঁড়িয়ে থাকে, তার সীমানায়।
দূর সে দিগন্ত বলে, আমি নিরুপায়
উদাসী মনের কথা, বাজায় শানাই
মুঠো ভরা অভিযোগ, কী করে পাঠাই
ছন্দে ছন্দে তোরা তারে, ডেকে নিয়ে আয়।
পুড়ে যাওয়া হৃদয়, জানি অভাগার
যে বাঁধনে জড়ালে গো, নাই কোন ক্ষতি
আজ দুঃখ ভুলে হাসি, আশা নিয়ে বাঁচি
নিখুঁত সে অবহেলা, যার খেদমতগার
তুমি বিনে অন্য হলে, হবে অসংগতি
মনের এ ঠিকানায়, ভিন্ন অভিরুচি।
সনেট: পেত্রার্কীয়
রচনাকাল
২৯.০৭.২১