আজকাল আর কোন কিছুই ভালো লাগে না
ভালো লাগার দিন বোধ হয় পুরিয়ে এসেছে!
শূন্যতার আকাশ ঝাঁপি খুলে বসে আছে আমাকে বরণ করতে
সময়ের গল্প গুলো এখন আর আমার সাথে সখ্যতা গড়ে না কোন এক অজানা অজুহাতে
চারপাশটা কেমন যেন গুমোট হয়ে আসছে, গুমোট লাগছে
মনে হচ্ছে হাজার বছর ধরে থাকার ইচ্ছে জাগছে অন্ধকারে, জোনাকির মত করে, মনটা সেই ভাবেই বোধ হয় আগাচ্ছে
চারিদিকে শুধু কাফনের গন্ধ, কী অদ্ভুত সেই শখ
বয়স যতই বাড়ছে বেশ অসহায়ের মনে হচ্ছে নিজেকে
অগ্রপথিকরা যে পথে গিয়েছে, তাহলে কী আমি সেই পথের দিকে ধাবিত হচ্ছি?
বিন্দু বিন্দু করে গড়ে তোলা জগত সংসার কী আমাকে ভুলতে বসেছে, ভুলতে চলেছে?
আমার তো মনে হয় আমার প্রত্যয় মরে গেছে, দৃঢ়তা মাথা নীচু করে দাঁড়িয়ে আছে, সংশয় ও সন্দেহ ধিক্কার তুলে আমার দিকে ধেয়ে আসছে, অবজ্ঞা, উপেক্ষা ও তুচ্ছ তাচ্ছিল্য শরীর ভেদ করে হাড়ে গিয়ে লাগছে
শুনি দূরে বাঁশি বাজে করুণ সুরে, একমাত্র শ্রোতা আমি
আমার কষ্ট রা আজ আমাকে ডেকে বলছে
জীবনে তো অনেক কিছু করলে! বলতো কী পেলে,
কি-ই-বা নিয়ে যাচ্ছো ওপারে?
রচনাকাল: ২৯.০৩.২৩