তার চোখ কথা বলে, আমি বুঝি ভাষা
স্বপ্ন তার বুকে গাঁথা, হৃদয়ে অন্বেষা
চঞ্চল তার মনখানি, চেয়ে দেখি আমি
কল্পনার ভালোবাসা, করলো আসামী।
ক্যানভাসে রং তুলির, অমায়িক ঘষা
গোধুলী রাঙানো রং, করে কানাঘুষা
কাব্যময় সে শরীরে, সৌন্দর্য সুনামি
চেতনার চন্দ্রিমায়, যে করে দুষ্টুমি।
ঘন কালো চুল তার, পায়ে রাঙা আলতা
নিশিথের অন্ধকারে, জাগে চঞ্চলতা
দেখি যত মুগ্ধ তত, সে আলোর মোহ
পাওয়ার এ আকাঙ্ক্ষায় মনে জাগে দ্রোহ।
কবিতায় কবি আঁকে, সুন্দর প্রতিমা
নিটোল নিভাজ স্বপ্ন, গড়িলো মঞ্জিমা।
রচনাকাল
০৬.১০.২০২১