কে তুমি
আমার জানালায় খোলা বারান্দায়
আসো বারেবারে, কি চাও আমার দ্বারে?
আমি তো নিভৃতচারী এক সহজ সরল মানুষ
তবে কি জেনে গেছো হৃদয় আমার নিষ্কলুষ!
না না ভুল করোনা
আমি অন্য কারো হতে পারবো না
এ মনের গহীনে বাস গেড়েছে এক জনা
নামে ডাকি নীলাঞ্জনা
হৃদয় শুধু তাকে জানাবে অভ্যর্থনা!
তুমি ভুল করোনা
যতই চেষ্টা করো রূপের রঙে  
এ মন রাঙাতে পারবে না।
না না আমিও পারবো না
হারাতে আমার নীলাঞ্জনা
সে আমার আরাধনা!

রচনাকাল
১২.০৮.২২

ছবিঃ গু গুল