তুমি হাসলে মনে ভালোবাসা জাগে
কাঁদলে বুক ভিজে চোখের জলে
দূরে দাঁড়িয়ে নিশ্চুপে দেখি তোমারে
আর ভাবনার জগৎ টাকে দেই ভাসিয়ে তোমার স্রোতে
যত দূর যাই দেখি ভালোবাসার মিষ্টি গন্ধ এসে লাগে বুকের মধ্য ভাঁজে
আমি হারাই তাতে চুপটি করে চোখে চোখ রেখে
তুমি হাসলে মনে ভালোবাসা জাগে
কাঁদলে বুক ভিজে চোখের জলে।
যেন সবটুকু ধ্যান তোমায় ঘিরে
বলছে আমায় বুকে নাও জড়িয়ে
নিশ্চুপ কেন দূরে দাঁড়িয়ে?
বুঝি ভালোবাসা হলে তাই বলে!
তুমি হাসলে মনে ভালোবাসা জাগে
কাঁদলে বুক ভিজে চোখের জলে।
রচনাকাল
২৩.০৯.২১