কে শুনবে আমার দুঃখের কথা
যে শুনার তার পাইনা দেখা
যে মুছে দিত আমার চোখের পানি
সে আমার মা জননী।।
বড় একা একা লাগে মাগো তোমায় ছেড়ে
পৃথিবীটা অনেক কঠিন তোমার মমতা বিনে
কেউতো রাখেনা খবর কী আমার অভাব দিনে
যত তাড়াতাড়ি পারো মাগো ফিরে আসো তুমি
তোমার ত্যাগী, নির্লোভী প্রিয় মুখখানি
কতদিন দেখিনা এই আমি।
মাগো তুমি সবসময় ছিলে হাসিখুশি
সব অসুখের ছিলে ওষুধ এখন বুঝি
যত দিন যায় তত মিস করি
তোমার শর্ত ও স্বার্থ হীন ছোঁয়া গুলি
যত তাড়াতাড়ি পারো মাগো ফিরে আসো
আমি নিরাপদ আশ্রয় খুঁজি।।
রচনাকাল
০৮.১১.২১