মায়াবিনী দুটি চোখ, ডাকে ইশারাতে
ভাবিনা তাহারে নিয়ে, আগের মতন
দিন রাত কেটে যায়, সে রোগ সারাতে
আমার এ আমি আজ, বেশ সচেতন।
আমি বলি ডাকো তুমি, কোন অজুহাতে
ভুল করে কভু যদি, ধর সে কীর্তন
শূণ্য এ জীবন আর, চাই না সাজাতে
ফিরিবে কী আর সেই, মায়ার বাঁধন?
প্রেম যদি ভাবো সস্তা, মায়া বড় দামি
ফিরিবার পথ খোলা, যদি ভেবে থাকো
তোমারে হৃদয়ে রেখে, করেছি বোকামি
নিবে কী আর তোমায়, যত ফিরে ডাকো।
চলে গিয়ে ব্যথা দিলে, সুখ নিয়ে কেড়ে
ব্যথার সে রাজ্যে কেন, একই তরী ভিড়ে?
সনেটঃ সেক্সপিয়রিয় রীতি
রচনাকাল
১১.০৯.২১