এ পরানের গহীনে, তোমারইতো বাস
তবু কেন দ্বিধা দ্বন্দ্ব, মাঝে মধ্যে জাগে
চন্দ্র, সূর্য সাক্ষী রেখে, গড়ি সে আবাস
গভীর আবেগে ডাকি, রাখিতে সোহাগে।

ফিরে এসে যদি দেখ, আমার উচ্ছ্বাস
জানিনা যে কোন সুখে, কথা পত্রযোগে
শুনি আমি বলো তুমি, এতো কারাবাস
সে মোহন বাঁশী বাজে, কোন অভিযোগে।

মন বলে থাকো তুমি, এ জীবন জুড়ে
ভালোলাগা ভালোবাসা, অসীম সে আশা
রাত জাগা পাখি হয়ে, মরি জ্বলেপুড়ে
দু'টি মন এক হলে, কাটে অমানিশা।

যার তার বাস নেই, মনের গভীরে
বাঁচার এ আশা টুকু, তোমার খাতিরে।

সনেট: শেক্সপিয়ারিয় রীতি
রচনাকাল
০৫.০৯.২১