সেই তো প্রথম দেখা, কবিতায় কথা
সোম থেকে রাত জাগা, হলো প্রেম গাঁথা।
পাশাপাশি হেঁটে চলা, এলো নাতো বাঁধা
শুরু হলো স্বপ্ন দেখা, নিয়ত ঘর বাঁধা।
জীবনের ছন্দ খুঁজে, লিখি আত্মকথা
কারো বুকে মাথা রাখা, নয় কল্প কথা!
প্রথম দেখার মায়া, বাড়ালো সে স্পর্ধা
বৃষ্টি জলে ছবি আঁকা, যেন তার ক্ষুধা।
এ মনের সব কথা, জেনে গেছো তুমি
তোমার ভালোবাসায়, ডুবে গেছি আমি।
আকাশের বুকে মেঘ থাকে মমতায়
ঠাঁই দি ওগো তোমার বুকে, সেই মর্যাদায়।
যতটা মধুর প্রেম, বিরহ নিঠুর
ভরসা তোমার স্বর, যাবো বহুদুর।
রচনাকাল
২৫.০৭.২১