নন্দিনী
আমি তো আর আমাতে নেই
তোমাতে-ই ডুবে আছি!
তুমি ভালবাসলে-ই আমি বাঁচি।
যে দিন প্রথম দেখি
ভেতর থেকে-ই জেগে উঠে
ছুঁয়ে দেখার অনুভূতি
কাছে আসার কি ছিলো কোন অনুমতি?
তবুও হাত বাড়িয়েছি
পরক্ষণে-ই নিজেকে গুটিয়ে নিয়ে
তোমার মুখ পানে চেয়ে দেখি
কি নিষ্পাপ সে মুখচ্ছবি!
মনে হলো-
‘তুমি আমার স্নিগ্ধ সজল ভোর
তোমাকে দেই যা কিছু আছে মোর।’
রচনাকাল
১৬.০৫.২২