আমি তোমার কথা ভেবে ভেবে
সারাটা রাত জেগেছি।
আমি তোমার ছবি দেখে দেখে
চোখের ঘুম নিভিয়েছি।
আমি তোমার স্বপ্ন জানি বলে
আমার শহরে এক টুকরো রোদ নামিয়েছি।
আমি তোমায় নিয়ে করা
হাজারো প্রশ্নের মৌনমিছিল
কবিতার অন্ত মিলে ঠাঁই দিয়ে
সৌখিন মনের আলমারি সাজিয়েছি।
আমি অপরুপ সৌন্দর্যের মুগ্ধ লোভে
তোমায় ছুঁয়ে দেখার আবেদন
প্রতি মুহুর্তের স্পন্দনে অনুভব করেছি।
আমি তোমায় হৃদ মাঝারে ঠাঁই দিব বলে
শীতের চাদর জড়িয়ে, কুয়াশার মাঝে দাঁড়িয়ে
উষ্ণতার শিহরণ বুঝার চেষ্টা করেছি!
আমি তোমার একটি চিঠি পাওয়ার লোভে
প্রতিদিন লেটার বক্সের কাছে ছুটে গিয়ে
অজস্র খাম খুলে দেখেছি।
পোস্ট মাস্টার মশাই দুঃখ ভরা কণ্ঠে জানালেন
আমার নামে কোন চিঠি আসেনি
তাই বেদনার নীল বিষে
সুনীল আকাশটা সাজিয়েছি।
আমি আমার প্রতি তোমার অবহেলা গুলো
নির্লজ্জের মত মেনে নিয়ে
বুঝাবার চেষ্টা করেছি-
কতটা গভীর অভিমানে
বিরহের মাঝেও
তোমার প্রেমে আসক্ত থেকেছি!
কলমে: মুনির আহমদ
রচনাকাল
১৮.১১.২১