দুপুর যেন কাকের ডানা, বিকালটা বুলবূলি
অন্যরকম লাগে আমার পেরিয়ে গোধূলি।
সন্ধ্যা এলে শুকতারাটা যায় জ্বলে টিপটিপ
আাঁধার ঘরে সে আমার ছোট্ট আলোর দীপ।
গল্প বলো, গল্প বলো, এমন সে আব্দারে,
কত গল্প ঘুরেফিরে বলতে যে হয় তারে!


বাঘ শিয়ালের গল্পেরা বাদ যাবে না কিছু,
ভূতের গল্প শুনলে পরে নেবে পিছু পিছু!
ভয় পেয়ে যেই তোহা সোনা হবে কাঁচুমাচু!
এই সুযোগে ভয় দেখাতে আসবে শফিক চাচু।
হালুম হালুম বাঘ ভালুকে বানিয়ে বালিশে
এই কথাটাই দাদুর কাছে ঘুরবে নালিশে।
নালিশ হবে শতেক বারে, একটৃ ইনিয়ে,
চকোলেটের লোভে সে ভুলবে কী নিয়ে?



পান্থপথ, ঢাকা