নকল নবীশ হবে খবিশ হোক
তা বলে কী খাবে গিলে চোখ?
লাজ শরমের এতোই মাথা খাও?
দিন দুপুরে ঘুষের বড়ি চাও?

লাগবে কত টাকা আকাশ ছুতে?
না থামলে ভূত কিলাবে ভুতে!
তখন ভুতের বাপের যত শ্রাদ্ধ
জুটবে তোমার কপালে বরাদ্দ!

ছন্দ : স্বরবৃত্ত