যন্ত্রণা এই আমি যা পেয়েছি সদ্য
চুপচাপ পালিয়েছে ভিতরের পদ্য।
উৎপাত করে নাকো নানারূপ ছন্দ
খুব খুশি লাগছে যে বই পাঠ বন্ধ।