বাতাসের সাথে রাত ঝিরঝিরঝির
ঘুম ভেঙ্গে পাখিদের কিচিরমিচির।
ছোট ছোট বৃষ্টির, ছোট ছোট দাড়ি,
ভিজে জবজবে তাতে আমাদের বাড়ি।
এইখানে এসো আজ, দেখি গাছে গাছে,
শৈশবে পাওয়া সুখ লুকিয়ে আছে?
ভাল লাগে কিনা পাখি বাতাসের সুর,
বৈঠকখানা গানে মাতে সুমধুর?
দাদু আর দিদাদের খুনসুটি যত,
হাসাহাসি লাগে কী আগেকার মত?
ভাল লাগে কিনা খেলা পাঁচগুটি জয়,
মন জুড়ে কত আছে আগের সময়?
টুপ টুপ টুপ বাড়ে বৃষ্টির দাড়ি,
ভিজে জবজবে তাতে আমাদের বাড়ি।
ছন্দ: মাত্রাবৃত্ত (প্রতি চরণে ১২ মাত্রা)